NSC Job Circular 2025।জাতীয় ক্রীড়া পরিষদ বিজ্ঞপ্তি ২০২৫

জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি গত ১৭ ডিসেম্বর শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় প্রিয়া পরিষদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১১ টি ভিন্ন ভিন্ন পদে মোট ৪২ জনকে নিয়োগ দেয়া হবে। নারী-পুরুষ উভয়েই এখানে আবেদন করতে পারবেন। আবেদনের মাধ্যম অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। 

জাতীয় ক্রীড়া পরিষদ বিজ্ঞপ্তি ২০২৫  

আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত তথ্য। জাতীয় ক্রীড়া পরিষদের শূন্য পদ কতটি, এর আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সূচী, মাসিক বেতন সহ সকল সুবিধা সমূহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের ক্রিয়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি টি বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল। 

জাতীয় ক্রীড়া পরিষদ জব সার্কুলার ২০২৫ 

গত ১৭ই ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের স্থায়ী ও শূন্য পদ কি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ টি পদে মোট ৪২ জন কর্মী নিয়োগ দেয়া হবে। যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, অবশ্যই নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,আপনি যদি একজন যোগ্য পার্টি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। 

তো চলুন  শূন্য পদের বিস্তারিত তথ্য নেওয়া যাক। বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিম্নে দেওয়া হল। 

শূন্য পদের নাম ও সংখ্যা সহ সকল বিস্তারিত তথ্য

পদের নামপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতাবেতন স্কেল (টাকা)
সেক্রেটারি/প্রশাসনিক কর্মকর্তা (ফেডারেশন)০৪টিক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতাসহ ২য় শ্রেণীতে স্নাতক ডিগ্রী২২,০০০-৫৩,০৬০
প্রশিক্ষক২৬টিখেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা১৬,০০০-৩৮,৬৪০
আলোকচিত্র শিল্পী০১টিআলোকচিত্রে ০৪ (চার) বছরের অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট১৬,০০০-৩৮,৬৪০
ইন্সট্রাকটর০১টিশারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা১২,৫০০-৩০,২৩০
ইন্সট্রাকটেস০১টিশারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা১২,৫০০-৩০,২৩০
সাঁটলিপিকার০৩টিউচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ; টাইপের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ এবং ৩০ শব্দ; সাঁটলিপিতে ৫০ ও ৮০ শব্দ১১,০০০-২৬,৫৯০
স্টোরকিপার০১টিউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট১০,২০০-২৪,৬৮০
কম্পাউন্ডার০১টিকম্পাউন্ডার বিদ্যালয় সার্টিফিকেট১০,২০০-২৪,৬৮০
প্রচার সহকারী০১টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট৯,৩০০-২২,৪৯০
প্রুফ রিডার০১টিসংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট৯,৩০০-২২,৪৯০
কার্যসহকারী০২টিমাধ্যমিক স্কুল সার্টিফিকেট৯,৩০০-২২,৪৯০

আবেদন ঠিকানা: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে  সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ বরাবর খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌছাতে হবে।।

আরও পড়ুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫,

 

                           আবাদনের শর্তবলি দেখে নিন 

(০১) আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্যসহ সরকারি চাকরির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে (www.nsc.gov.bd) উক্ত আবেদন ফরম পাওয়া যাবে। 

আবেদনকারীকে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানাযুক্ত খামে (খামে পদের নাম ও জেলা উল্লেখসহ) ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। 

(০২) নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 (০৩) আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যে কোন তফসিলী ব্যাংক হতে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জাতীয় ক্রীড়া পরিষদ-এর অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। 

০৪) আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি (৫০৫ সেঃমি) সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। 

(০৫) আবেদনপত্রের সাথে কোন সনদ/সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। 

(০৬) নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

সম্মানিত পাঠ্যক বৃন্দ উপর আর্টিকেলটিতে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তিটির তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ওয়েবসাইটে নিমিত সকল সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। তাই সবার আগে চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।

Leave a Comment