বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ BCSL Job Circular 2025

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) কর্তৃপক্ষ ২০২৫ সালের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি, যা টেলিকমিউনিকেশন ক্যাবল (কপার ও অপটিক্যাল ফাইবার), এইচডিপিই ডাক্ট এবং বৈদ্যুতিক ওভারহেড কন্ডাক্টরসহ বিভিন্ন ধরনের ক্যাবল উৎপাদন করে। কোম্পানিটি তার উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ, মেধাবী এবং কাজে মনোনিবেশ করতে সক্ষম প্রার্থীদের জন্য স্থায়ী পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

প্রার্থীদের কাজের প্রতি আগ্রহী এবং কোম্পানির প্রতিষ্ঠিত নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা এই মানসিকতা নিয়ে কাজ করতে চান, তারা নির্দিষ্ট পদসমূহের জন্য আবেদন করতে পারেন।

আজকের আর্টিকেলে আপনি জানতে পারবেন,বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এর শূন্য পদের সংখা,বেতন কত তাকা,শিক্ষাগত যোগ্যতা,প্রার্থীর বয়স সিমা,অনলাইন আবেদন প্রক্রিয়া,এবং আরও অন্যান্য সকল তথ্য। বিস্তারিত দেখতে আর্টিকেল টি প্রথম থেকে শেষ পজন্ত মনোযোগ সহকারে পড়ুন। তো চলুন দেখে নেয়া যাক বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এর নিয়োগ বিজ্ঞপ্তি  বিস্তারিত তথ্য। 

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ। BCSL Job Circular 2025

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করছে । গত ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি টি তে বলা হয়  ১০টি পদে মোট ২৩  জন কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি একজন যোগ্য প্রার্থী হন তাহলে এখানে আবেদন করতে পারবেন।নারী-পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড
নিয়োগ প্রকাশের তারিখ১২ ডিসেম্বর ২০২৪
পদের সংখ্যা২৩
বয়সসীমা১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরনসরকারি
অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের শুরু তারিখআবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ২০ জানুয়ারি ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্রদৈনিক কালের কণ্ঠ

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নতুন চাকরির সার্কুলার 

২০২৫ সালের জন্য বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নতুন চাকরির সার্কুলার প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি তে বলা হয়েছে ১০ টি ভিন্ন ভিন্ন পদে ২৩ জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি টি গত ১২/১২/২০২৪ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। আজকের ব্লক পোস্টের মাধ্যমে আপনাদের সাথে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নতুন চাকরির সার্কুলার  বিস্তারিত  আলোচনা করবো। দেখে নিন- বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নতুন চাকরির সার্কুলার 

শূন্য পদের নাম ও পদের বিস্তারিত তথ্য 

১. ক্রয় কর্মকর্তা:

  • পদ সংখ্যা: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি।
  • অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা।

২. উপসহকারী প্রকৌশলী:

এই পদে বিভিন্ন বিশেষায়নের জন্য আলাদা বিবরণ দেওয়া হলো:

  • উৎপাদন:
    • পদ সংখ্যা: ১টি
    • শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল টেকনোলজি)।
    • অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
    • বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা।
  • (আইটি সেল):
    • পদ সংখ্যা: ১টি
    • শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিক্স/কম্পিউটার টেকনোলজি)।
    • অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মেরামত, রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধান এবং কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনে বাস্তব অভিজ্ঞতা।
    • বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা।
  • (মেকানিক্যাল):
    • পদ সংখ্যা: ১টি
    • শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল টেকনোলজি)।
    • অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
    • বেতন স্কেল: ২০,৪৮০-৪৯,৪৪০ টাকা।

৩. ভান্ডার সহকারী:

  • পদ সংখ্যা: ২টি
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
  • অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা।

৪. প্রকর্মী:

এই পদে দুটি বিশেষায়নের জন্য আলাদা বিবরণ দেওয়া হলো:

  • (ক্যাবল টেস্টিং/ল্যাব):
    • পদ সংখ্যা: ২টি
    • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) অথবা সমমানের কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ।
    • বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা।
  • (মটর গ্যারেজ):
    • পদ সংখ্যা: ১টি
    • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাশ।
    • অতিরিক্ত যোগ্যতা: ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
    • বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০ টাকা।

৫. মেশিন অপারেটর:

  • পদ সংখ্যা: ৫টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স/মেশিন টুলস অপারেশন/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) অথবা সমমানের কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা।

৬. জেনারেটর অপারেটর:

  • পদ সংখ্যা: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ/জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস) অথবা সমমানের কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা।

৭. সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/মাননিয়ন্ত্রণ):

  • পদ সংখ্যা: ৮টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেক্ট্রনিক্স/জেনারেল মেকানিক্স/জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/মেশিন টুলস অপারেশন/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) পাশ।
  • বেতন স্কেল: ১০,৭৩০-২৫,৯৭০ টাকা

আবেদন শুরুর সময়: আবেদন শুরু হয়েছে। 

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, পোঃ সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসযোগে পাঠাতে হবে।

আবেদনের শর্তাবলি: 

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

২। আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.besl.gov.bd) হতে ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে (ফটোকপি গ্রহণযোগ্য)। এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্যাদি ওয়েবসাইটে দেওয়া হবে। 

৩। প্রথম শ্রেণির গ্রেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার

মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী ২০-০১-২০২৫ খ্রি. তারিখের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/ কুরিয়ার সার্ভিস যোগে অফিস চলাকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, 

শিরোমনি শিল্প এলাকা, ডাকঘর-সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে বা নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

৪। ২০-০১-২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। 

৫। ক্রমিক নং-১ হতে ৪ পদের জন্য ২০০.০০ (দুইশত) টাকা এবং ক্রমিক নং-৫ ও ১০ পদের জন্য ৫০.০০ (পঞ্চাশ) টাকার বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) এর মূল কপি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনা এর অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। 

৬। আবেদনসমূহ প্রাথমিক বাছাই এর পর কেবল যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় ডাকা হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি অবশ্যই দেখাতে হবে। 

৭। লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তিসহ যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। তবে কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র না পান সেক্ষেত্রে লিখিত পরীক্ষার পূর্বেই তিনি অফিস সময়ের মধ্যে এ প্রতিষ্ঠানে যোগাযোগ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। 

৮। চাকরিরত প্রার্থীদেরকে উপর্যুক্ত শর্তানুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 

৯। নির্ধারিত ফরম ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরে অসত্য/ভূয়া/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার দরখাস্ত বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। 

১০। নিয়োগের জন্য প্রার্থীদের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 

১১। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না। 

১২। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। 

১৩। আবেদনপত্রে ওভার রাইটিং কিংবা ফ্লুইড ব্যবহার করা যাবে না। 

১৪। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 

১৫। যে কোন ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

Leave a Comment