টঙ্গীর তুরাগ নদের তীরে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
তাবলীগ জামাতের শুরায়ে নেজামের (যোবায়ের) অনুসারী সাথীরা এবারের প্রথম পর্ব আয়োজন করছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুটি ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
এরপর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে, এবং এই পর্ব আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারী সাথীরা।
ইজতেমা ময়দানে চলছে বয়ান, জিকির, তালিম এবং মাশওয়ারা। ময়দানের বিভিন্ন খিত্তায় জেলা ভিত্তিক মুসল্লিরা নিজেদের প্রয়োজনীয় কাজ করছেন, কেউবা নিজ দলের আমীরের দেওয়া দীনের বয়ান শুনছেন। আমীররা ইজতেমার ইমান, আখলাক, আদব এবং শৃঙ্খলা নিয়ে আলোচনা করছেন।
গাজীপুর জেলা প্রশাসক নাফিসো আরেফিন জানিয়েছেন, জেলা প্রশাসন বিশ্ব ইজতেমার সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিভাগ সমন্বয় করে কাজ করছে। বিদেশি অতিথিদের আবাসস্থল নির্মাণের জন্য টিন সরবরাহ, কন্ট্রোল রুম স্থাপন এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা তদারকি করা হচ্ছে। সারা ইজতেমা অঞ্চলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।