প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম,আশা করছি আল্লাহ্র রহমতে সকলে ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তে আবেদন করার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত তথ্য।
Ansar VDP Civil Job Circular 2025
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শূন্য পদসমুহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে ভিন্ন ভিন্ন ৩১ টি পদে মোট ২৭১ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিব টি তে আরও বলা হয়েছে যে সকল জেলার নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর কিভাবে আবেদন করবেন, মাসিক বেতন কতো টাকা, এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগব্ শারীরিক যোগ্যতা ও শূন্য পদের বিস্তারিত তথ্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্কুলার ২০২৫ এর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্কুলার ২০২৫
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্কুলার ২০২৫: আজকের আর্টিকেল টি দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। বিজ্ঞপ্তি টি তে বলা হয়েছে মোট ৩১ টি পদে ২৭১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি টি তে কোন কোন শূন্য পদ রয়েছে চলুন তা বিস্তারিতও দেখে নেওয়া যাক।নিম্নে বিস্তারিতও সকল তথ্য দেওয়া হল।
শূন্য পদের নাম ও বিস্তারিতও তথ্য সমুহঃ
পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অন্যান্য যোগ্যতা | বেতন (টাকা) |
সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর | ০১ টি | স্নাতক বা সমমানের ডিগ্রি | সাঁট-লিপি গতি: বাংলায় ৫০ শব্দ/মিনিট, ইংরেজিতে ৮০ শব্দ/মিনিট, কম্পিউটার গতি: বাংলায় ২৫ শব্দ/মিনিট, ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট | ১১,০০০-২৬,৫৯০/- |
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ০১ টি | স্নাতক বা সমমানের ডিগ্রি | সাঁট-মুদ্রাক্ষরিক গতি: বাংলায় ৪৫ শব্দ/মিনিট, ইংরেজিতে ৭০ শব্দ/মিনিট, কম্পিউটার গতি: বাংলায় ২৫ শব্দ/মিনিট, ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট | ১১,০০০-২৬,৫৯০/- |
থানা/উপজেলা প্রশিক্ষক | ২১ টি | উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | দৈহিক উচ্চতা: ৫-৪”, বুকের মাপ: ৩০”-৩২”, প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার | ৯,৭০০-২৩,৪৯০/- |
উপজেলা / থানা মহিলা প্রশিক্ষিকা | ৭১ টি | উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | ৯,৭০০-২৩,৪৯০/- | |
পেস্টিং সহকারী | ০১ টি | উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৯,৩০০-২২,৪৯০/- |
প্রুফ রিডার | ০১ টি | উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | ২ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৯,৩০০-২২,৪৯০/- |
অফিস সহকারী | ০১ টি | উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | কম্পিউটার গতি: বাংলায় ২০ শব্দ/মিনিট, ইংরেজিতে ২০ শব্দ/মিনিট, কম্পিউটার এপটিচিউড টেস্ট | ৯,৩০০-২২,৪৯০/- |
সিইউইং, নিটিং এন্ড স্টিচিং ইনস্ট্রাক্টর | ০১ টি | মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৯,৩০০-২২,৪৯০/- |
আউট বোর্ড মটর ড্রাইভার | ০৭ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | স্পীড বোট চালনায় ২ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৯,৩০০-২২,৪৯০/- |
ইলেকট্রিশিয়ান | ০১ টি | মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | ট্রেডকোর্স সনদপত্র ও “সি” লাইসেন্স | ৯,৩০০-২২,৪৯০/- |
বুট মেকার | ০২ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৯,০০০-২১,৮০০/- |
মহিলা আনসার | ৪৮ টি | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি | দৈহিক উচ্চতা: ৫-২” | ৮,৮০০-২১,৩১০/- |
সিগন্যাল অপারেটর | ০৭ টি | মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | বেতার যন্ত্র চালনায় প্রশিক্ষণ | ৮,৮০০-২১,৩১০/- |
মেসন | ০১ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৮০০-২১,৩১০/- |
সূত্রধর | ০১ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৮০০-২১,৩১০/- |
পেইন্টার | ০১ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৮০০-২১,৩১০/- |
গার্ড সিপাহী | ০৬ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | ৮,৫০০-২০,৫৭০/- | |
রেজিমেন্টাল পুলিশ | ০৪ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | ৮,৫০০-২০,৫৭০/- | |
এমুনিশন (এনসিও) (নন-কমিশন কর্মকর্তা) | ০১ টি | মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | গোলাবারুদ রক্ষণাবেক্ষণে ২ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৫০০-২০,৫৭০/- |
কোয়ার্টার মাস্টার | ০৩ টি | মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৫০০-২০,৫৭০/- |
ব্যান্ডস্ ম্যান | ২৮ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | দৈহিক উচ্চতা: ৫-৪”, বুকের মাপ: ৩০”-৩২”, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৫০০-২০,৫৭০/- |
মহিলা ব্যান্ড | ১৮ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | দৈহিক উচ্চতা: ৫-২”, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৫০০-২০,৫৭০/- |
টেন্ডল | ০৩ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৫০০-২০,৫৭০/- |
এনসিও/ব্যারাক | ০২ টি | মাধ্যমিক বা সমমানের ডিগ্রি | প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,৫০০-২০,৫৭০/- |
লক্ষর | ০১ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,২৫০-২০,০১০/- |
অয়েলম্যান | ০২ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,২৫০-২০,০১০/- |
মালী | ০৩ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | বাগান পরিচর্যার অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,২৫০-২০,০১০/- |
বাবুচী | ০৪ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | রন্ধন বিষয়ে অভিজ্ঞতা, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,২৫০-২০,০১০/- |
পরিচ্ছন্নতাকর্মী | ০২ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | ৮,২৫০-২০,০১০/- | |
নিরাপত্তা প্রহরী | ০৪ টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ | দৈহিক উচ্চতা: ৫-৪”, বুকের মাপ: ৩০”-৩২” | ৮,২৫০-২০,০১০/- |
অফিস সহায়ক | ২৪ টি | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি | বাইসাইকেল চালনায় পারদর্শী, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার | ৮,২৫০-২০,০১০/- |
আবেদন শুরুর সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন শুরু হবে।
আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আবেদন করতে হবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা অন্য যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ গিয়ে, গুরুত্বপূর্ণ লিংক বিভাগে ৩য়/৪র্থ শ্রেণীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আরও পড়ুন- NTRCA has announced the re-examination date for the 18th Teacher Registration
অন-লাইনে আবেদন করার নিয়ম/পদ্ধতি
১. আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক এর আওতায় ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।
২. (ক) ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (www.ansarvdp.gov.bd) এ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। উক্ত লিংকটি ২৮/০২/২০২৫ খ্রি. তারিখ হতে ২০/০৩/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
(খ) অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক নং-০১ হতে ১০ পর্যন্ত ১০০/-(একশত) টাকা এবং ক্রমিক নং-১১ হতে ৩১ পর্যন্ত ৫০/-(পঞ্চাশ) টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে।
(গ) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোন জটিলতায় প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকার মধ্যে ০৯৬৭৭১১২২৪৪ এই ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে।
(ঘ) আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে।
(5) পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পাত্র নং-৩ 26/02 2020
৩. লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্রাদির ১ (এক) সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে;
(ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
(খ) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র।
(ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র।
(৪) (১) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল/সাময়িক সনদপত্র।
(২) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ।
(5) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কোটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র।
(ঘ) প্রার্থী ক্ষুদ্র-নৃগোষ্ঠী হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/সত্যায়িত সনদপত্র।
(জ) জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড-এর ফটোকপি।
(বা) প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার সনদপত্র।
(ঞ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পুরণের সময় কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত অপশনে হ্যাঁ/না নির্বাচন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৪. প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ ২৭/০২/২০২৫ খ্রি.-এ ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ব্যাপারে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৫. বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৬. লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭. প্রতিটি পদে আবেদনের জন্য ১০০/-(একশত) অথবা ৫০/-(পঞ্চাশ) টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। পরিশোধের নিয়মাবলি আবেদন ফরম পূরণের ওয়েবসাইটে দেওয়া থাকবে।
৮. এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না।
৯. বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১০. এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধি-বিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোন বিষয়ে কোন প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে।
১১. নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থীর আবেদনে প্রদত্ত কোন তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা প্রার্থী কোন ভুয়া/অসত্য তথ্য দাখিল করলে তার আবেদনপত্র/নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২. সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
১৩. আবেদনকারীর অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
১৪. আবেদনকারীর অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে। জাতীয় পরিচয় পত্রের নম্বর যাচাইকালে ভুল প্রমাণিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে।
১৫. আবেদন করার শেষ সময় ২০/০৩/২০২৫ খ্রি. তারিখ।
১৬. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১৭. উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।